Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

ঘটনাপুঞ্জঃ

যে কোন দূর্যোগ-দূর্ঘটনা প্রথম সাড়া দানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গতি,সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা দিন-রাত চবিবশ ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত। জনগণের দোড়গোড়ায়  এ অধিদপ্তরের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বৃহত্তর পাবনা জেলায় ইতোমধ্যে ১৩ টি ফায়ার স্টেশন চালু রয়েছে এবং কিছু ফায়ার স্টেশন চালু প্রক্রিয়াধীন রয়েছে। ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে ১৯২৪ টি অগ্নিনির্বাপণের ফলে মোট  ১৬৭,৫৩,৫১,৫০০/-  টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়াও সড়ক, রেল ও নৌ-দূর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ১৯/০৭/২০১৫ খ্রিঃ তারিখ মুলিবাড়ী,সয়দাবাদ,সিরাজগঞ্জ  এবং ০৯/০১/২০১৬ খ্রিঃ তারিখ যমুনা সেতুর উপরে সংঘটিত সড়ক দূর্ঘটনায়  উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। এ ০২ টি দূর্ঘটনায় মোট ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত উদ্ধার করা হয়। ০৪/০৪/২০১৭ খ্রিঃ তারিখ চিনাখড়া,চরগবিন্দপুর,দুলাই,পাবনায় টর্নেডোর আঘাতে ১৩০ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়।