সাম্প্রতিক কর্মকান্ড
গত ২০/০৮/২০১৮ তারিখ সকাল ১১.২৮ ঘটিকায় পাবনা শহরে ট্রাফিক মোড়, আব্দুল হামিদ রোডে বিশ্বাস কর্মাশিয়াল কমপেস্নকা্র এর নিচতলায় এ্যাপেকা্র এর শো- রুম, বনলতা কফি সপ এন্ড রেস্টুরেন্ট, শ্যামলী ডিজিট্যাল কালার ল্যাব, মদিনা ফার্মেসী, ইউনানী আয়ুবেদিক ডিপো, বনজ ফার্মেসী, বাবলু ফার্মেসী, সাইফুল ফার্মেসী, নীট টেইলার্স ও শাহা মিডিয়া আগুনের পুড়ে ও পানিতে ক্ষতিগ্রস্থ হয়। উক্ত আগুন পাবনা সদর ফায়ার স্টেশন সহ ০৮ টি ইউনিট চেষ্টা চালিয়ে নির্বাপন করা হয়। আগুনের কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে ধারনা করা হয়, তবে তদমত্ম সাপেক্ষে। উক্ত অগ্নিকান্ডে আনুমানিক ক্ষতি- ২,৫০,০০,০০০/-&টাকা। আহত- নাই, নিহত- নাই। পানি অপ্রতুল ছিল, পর্যাপ্ত পানি পাওয়া গেলে কাজ করতে সুবিধা হত। ভবনটিতে কোন পানির রির্জারভার নাই এবং আশে পাশের পানির উৎস না থাকার কারণে আগুন নির্বাপনের কাজ করতে সমস্যায় পড়তে হয়। অপারেশনাল কাজ শেষে স্টেশনে প্রত্যাবর্তন করে সবাইকে একত্রিত করে অপারেশনাল কাজের উপর বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS